ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বাবুল সুপ্রিয়কে ‘বিশ্বাসঘাতক’ বলল বিজেপি
অনলাইন ডেস্ক
শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে দলবদল করেন বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয় শনিবার দুপুরে তৃণমূলে যোগ দিয়েছেন। আর বিকালেই রাজ্য বিজেপি বলল, বাবুল বিশ্বাসঘাতকতার কাজ করেছেন। একই সঙ্গে রাজ্য বিজেপির প্রশ্ন, তিনি আগেই সাংসদ পদ ছেড়ে দলবদল করলেন না কেন?

বাবুল দলবদল করার পরে পরেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমি কিছু বলব না, যা বলার দিল্লি বলবে। দলের মুখপাত্র শামীক ভট্টাচার্য সংবাদ সম্মেলন করে বলবেন।’ সেইমতো বিকালে শামীক বলেন, ‘বাবুল কেন গিয়েছেন বলতে পারব না। তবে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তবে এটাও ঠিক যে, আগামী দিনে আসানসোলে উপ-নির্বাচন হলে বিজেপির প্রার্থীই জিতবেন ওই কেন্দ্র থেকে।’

বাবুলের দলত্যাগের সম্ভাবনা কি আঁচ করতে পেরেছিল বিজেপি? এমন প্রশ্নের জবাবে শামীক বলেন, ‘‘দল সকলের ওপরে ভরসা রাখে, বিশ্বাস করে। কাউকে নিয়ে সন্দেহ করা দলের কাজ নয়।’ এবার কি গায়ক, অভিনেতাদের মধ্য থেকে আসা মানুষদের বাবুলের মতো ভোটে জিতিয়ে মন্ত্রী করবে? শামীক বলেন, ‘সমাজের সব স্তর থেকেই মানুষ আসবেন। তাদের সব সময় স্বাগত।’

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলসহ বিভিন্ন দল থেকে অনেকেই বিজেপিতে এসেছিলেন। সেই সময়ে তাদের স্বাগত জানালেও বাবুলের দলবদলে নিন্দা কেন? এই প্রশ্নের উত্তরে শামীক বলেন, ‘বাবুল স্বেচ্ছায় বিজেপিতে এসেছিলেন। বিজেপি কাউকেই জোর করে দলে আনেনি। কাউকে ভাঙিয়েও আনেনি। অনেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হবে বুঝতে পেরে এসেছিলেন। আমরা কাউকে ভাঙিয়ে আনিনি।’

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় আজ সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে দলবদল করেন।  

সূত্র : আনন্দবাজার 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর