ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ক্লান্তির অজুহাত দিতে চাইনি: কোহলি
অনলাইন ডেস্ক

অকল্যান্ডের ইডেন পার্কে শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ ‍উইকেটে ২০৩ রান করেছিল নিউজিল্যান্ড। কিন্তু এত রানের সংগ্রহ সত্ত্বেও জয়ের মুখে দেখেনি কিউইরা। ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে ভারত। ১৯ ওভারে ৪ উইকেটে ২০৪ রান করে বিরাট কোহলির দল।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয়ের পরে বিরাট জানাচ্ছেন, তিনি মোটেই জেটল্যাগ বা ক্লান্তির অজুহাত দিতে চাননি। বলেছেন, 'আমরা কখনওই জেটল্যাগের কথা বলিনি। ওটা কখনওই অজুহাত হতে পারে না।'

প্রসঙ্গত, ম্যাচের আগের দিন বিরাট বলেছিলেন, ভবিষ্যতে হয়তো এমন ক্রীড়াসূচি হবে, যেখানে স্টেডিয়ামে প্লেন থেকে নেমেই খেলতে হবে ক্রিকেটারদের।

বিরাট জানাচ্ছেন, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় সিরিজের সুর ঠিক করে দেয়। বলেছেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে আমরা পিছিয়ে থেকে সিরিজ জিতেছিলাম। এই আত্মবিশ্বাসটা আমরা এখানে নিয়ে এসেছি। সিরিজের প্রথম ম্যাচে এ ভাবে জিততে পারলে সেটা পুরো সিরিজের সুর বেঁধে দেয়। মাত্র দু'দিন আগে এখানে এসে প্রথম ম্যাচে জয়টা খুব তৃপ্তিদায়ক।' 

রবিবার ইডেন পার্কেই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর