ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

আজকের পত্রিকা

ওমানের আল সুবাখিতে ঐতিহাসিক বদর দিবস উদযাপন
এইচ এম হুমায়ুন কবির, মাস্কাট ওমান

সতেরো রমজান ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে ওমানের বাংলাদেশ মসজিদ আল সুবাখিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত তারাবি শেষে হাজি আলমের সঞ্চালনায় প্রকৌশলী শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক নাজির আহমেদ। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার মাহবুব আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, ব্যবসায়ী ইকবাল হোসাইন, ব্যবসায়ী মো. সারোয়ার হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা রুহুল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, মোহাম্মদ আনু মিয়া, মেহেদী হাসান, সবুজ, আবুল কালাম, জসিম উদ্দিন, সাইদুল আলম, সালাউদ্দিন, মো. মফিজ প্রমুখ।

ঐতিহাসিক বদর দিবস নিয়ে আলোচনায় প্রকৌশলী শামসুল হক তার সমাপনী বক্তব্যে বলেন- হক এবং বাতিলের প্রত্যক্ষ যুদ্ধ সংঘটিত হয়েছে বদরের ময়দানে। এতে আল্লাহর প্রত্যেক্ষ মদদে হকের বিজয় হয়েছে। আজকেও যদি মুসলমানেরা বদরের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করে তাহলে পৃথিবীতে আবার পূর্বের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা প্রকৌশলী মাহবুব আলম ইসলামের প্রত্যক্ষ এবং প্রথম যুদ্ধ বদরের ইতিহাস নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। 

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর