ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

শেখ হাসিনার কারাবরণ দিবসে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভা
অষ্ট্রিয়া প্রতিনিধি:

শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের জুম অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন, সুইডেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূইয়া। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি এবং প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী। 

আলোচনা সভায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং ইউরোপের সব দেশের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে এইদিনে গ্রেপ্তার করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের নানা অনিয়মের প্রতিবাদ করায়। প্রকৃতপক্ষে অন্যায়, অবিচারের বিরুদ্ধে কণ্ঠরোধ করার জন্য, গণতন্ত্রকে বন্দি করার জন্যই সেদিন জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল।’ 

অনুষ্ঠানে আবদুল গাফফার চৌধুরী বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনিরা ভেবেছিল অসাম্প্রদায়িক বাংলাদেশের সমাধি হবে। তা হয়নি, বরং তাদের সমাধি হয়েছে। শেখ হাসিনার মননের জন্য, রাজনৈতিক দক্ষতার গুণে আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অনেক আদর্শ পুনঃস্থাপনে সক্ষম হয়েছে।' 

তিনি বলেন, 'শেখ হাসিনাকে গ্রেফতার করে এক-এগারোর সরকার চরম ভুল করেছিল। তার ফলে সমস্ত জাতি বিদ্রোহী হয়। মানুষের প্রতিবাদ-প্রতিরোধের মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে তারা বাধ্য হয়েছিল।' 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর