ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

আজকের পত্রিকা

কাতারে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
কাতার প্রতিনিধি

কাতারে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন করা হয়েছে। করোনাভাইরাস সংক্রান্ত স্থানীয় বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। এই উপলক্ষে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন জাতির পিতা ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।  এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর