ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পেলেন যারা
অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং মহিলা সংরক্ষিত আসনের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। 

সোমবার দিবাগত গভীর রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মনোনয়ন পেলেন যারা;   ২.মাসুদ চৌধুরী  ৩. মো. আবুল হোসেন  ৪. মো. গোলাম হোসেন  ৫. মনোয়ার হোসেন মানু  ৬. শামসুল হুদা  ৭. সামসুল হুদা (কাজল)  ৮. আলমগীর হোসেন 

১০. মো: হারুন অর রশীদ  ১১. মির্জা আসলাম আসিফ  ১২. ফজলে রুবাইয়াত (পাপ্পু)  ১৩. আব্বাস উদ্দিন সরকার  ১৪. আব্দুল আজিজ  ১৫. শফিক উদ্দিন ভূঁইয়া  ১৬. সিরাজুল ইসলাম  ১৭. মো. আলাউদ্দিন আহমেদ  ১৮. মো: জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী    ২১. খাজা হাবিবুল্লাহ হাবিব  ২২. মো. আনিসুর রহমান (শিপলু)  ২৩. মো. আমিনুল ইসলাম  ২৪. মো. মোশারফ হোসেন (খোকন)  ২৫. হাজী আলতাফ হোসেন  ২৬. মীর আশরাফ আলী আজম  ২৭. শাহিদা মোরশেদ  ২৮. আনোয়ার পারভেজ বাদল  ২৯. শহিদুল ইসলাম বাবুল  ৩০. হুমায়ুন কবির  ৩১. হাজী এম এ কাইয়ুম  ৩২. মো. তাজ উদ্দিন আহমেদ 

৩৪. মামুন আহম্মেদ  ৩৫. ইয়াকুব সরকার  ৩৬. আবু তাহের  ৩৭. মো. ফরহাদ রানা  ৩৮. মেহেরুন নেছা  ৩৯. সাব্বির আহমেদ আরেফ  ৪০. মকবুল ইসলাম খান টিপু  ৪১. লিয়াকত আলী  ৪২. মো. মোসলেমুর রহমান (মকলেস)  ৪৩. মোস্তাফিজুর রহমান ফয়েজ  ৪৪. মো. আব্দুস সাহেদ মন্টু  ৪৫. আ: কাদির  ৪৬. মো. ফারুক  ৪৭. কাজী মাহাবুব মাওলা হিমেল  ৪৮. মো. আব্দুল কাদের  ৪৯. বাদল সরদার  ৫০. মো. ওয়াহিদুজ্জামান 

৫২. রবিউল ইসলাম দীপু  ৫৩. মীর হোসেন মিরু  ৫৪. মো. মোজাম্মেল হোসেন  ৫৫. মো. সামির  ৫৬. মো. নাঈম  ৫৭. সাইফুল ইসলাম  ৫৮. সেলিম রেজা  ৫৯. মো. আসলাম মোল্লা   ৬০. মো. ইউসুফ আলী  ৬১. মো. জুম্মন মিয়া  ৬২. সৈয়দ আহমেদ  ৬৩. সোহেল আহমেদ  ৬৪. মো. আহসান উল্লাহ  ৬৫. মো. সানাউল্লাহ মিয়া   ৬৬. মো. আকবর হোসেন ভূঁইয়া   ৬৭. এস এম রেজা চৌধুরী সেলিম  ৬৮. মো. আনিসুজ্জামান  ৬৯. শামীম আহমেদ  ৭০. মো. এম এ আজিম  ৭১. মো. খোরশেদ আলম  ৭২. জিয়াউল হক রতন  ৭৩. এইচ এম সোহরাওয়ার্দী  ৭৪. আব্দুল হান্নান খান  ৭৫. আকবর হোসেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর