ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

১০০ বল ফরম্যাটকে সমর্থন দিলেন রুট
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ক্রিকেটে ১০০ বলের নতুন ফর্মেটকে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট। ‘দ্য হানড্রেড’ নামে নতুন এ ফর্মেট শুরু করার পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন এ ভার্সনে প্রথম ১৫ ওভার হবে ৬ বলের। কিন্তু শেষ ওভার হবে ১০ বলের। গত সপ্তাহে ইসিবির আনা এ প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন রুট।

নতুন ফরম্যাট নিয়ে ইসিবি’র প্রধান লক্ষ্য, নতুন ভক্তদের কাছে ক্রিকেটকে সহজবোধ্য করা। বিশেষভাবে মহিলা ও বাচ্চাদের কাছে। রুট মনে করেন, এই ফরম্যাটের কারণে টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকদের আকর্ষণ বাড়বে। 

আই পত্রিকাকে রুট বলেন, ‘এটা পুরোপুরি নতুন ভক্তদের কাছে একটা আবেদন সৃষ্টি করবে এবং খুবই ভালো হবে। অনেক ভক্ত ও শিশুরা খেলা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে।’

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৮/এনায়েত করিম



এই পাতার আরো খবর