ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

দর্শকের অভাবে পুতুলকে দর্শক বানিয়ে তাইওয়ানে চলছে বেসবল খেলা
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী খেলা বন্ধ থাকলেও তাইওয়ান বেসবল খেলা চালু রেখেছে। পুতুলকে দর্শক বানিয়ে পূর্ণ করেছে মাঠে গ্যালারি। বাদ্য যন্ত্র বাজানোর জন্য রাখা হয়েছে রোবট। করোনার এই সময়টায় মাঠে দর্শক না থাকলেও, উত্তেজনা অটুট রাখতে অভিনব পন্থা বেছে নিয়েছে তাইওয়ান বেসবল কর্তৃপক্ষ।

একজন বলেন, কর্তৃপক্ষের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা করোনার মধ্যেও খেলা চালু রেখেছে। ব্যতিক্রমী এমন উদ্যাগকে স্বাগত জানাই।

শুধু তাই নয়, খেলার মাঠের আবহ ফিরিয়ে আনতে বাদ্য যন্ত্র বাদকও এনেছে তারা। তবে যেই সেই বাদক নয়, বাদ্য যন্ত্র বাজাবেন এক একজন রোবট। শব্দের তালে তালে খেলবেন খেলোয়াড়রা। অভিনব এমন কৌশল নজর কেড়েছে ক্রীড়া বিশ্বে।

কর্তৃপক্ষের একজন জানান, খেলোয়াড়রা যেন কোনো শূন্যতা অনুভব না করে। আমরা করোনা প্রতিরোধে যথাসাধ্য নিরাপত্তা দেবার চেষ্টা করছি। আমরা অপেক্ষায় আছি, একদিন খেলা মাঠে ফিরবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর