তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়। জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর ভীড় বেড়ে গেছে। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। লোকজনের চলাচল কমে গেছে। কাজকর্মও স্থবির হয়ে পড়েছে। একদিকে শৈতপ্রবাহ অন্যদিকে হিমালয়ের অত্যন্ত কাছে হওয়ায় শীতের মাত্রা আরও বেড়ে গেছে এই জেলায়। জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন।
গত বুধবার হঠাৎ বৃষ্টির পর ঠাণ্ডা বাড়তে থাকে এই এলাকায়। গত শুক্রবারে প্রচণ্ড শীতে কাঁপতে থাকে পঞ্চগড়। জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়তে থাকে। হাসপাতাল সূত্র জানিয়েছে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বয়স্করা শ্বাসকষ্ট,হাপনি রোগে আক্রান্ত হচ্ছেন। শিশুরা ডায়রিয়া, শ্বাস কষ্ট রোগে আক্রান্ত হচ্ছে। পঞ্চগড় সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে গত দুই দিনে ৫৩টি শিশু ঠাণ্ডাজনিত রোগে ভর্তি হয়েছে। এদিকে বয়স্করাও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। শনিবার দুপুর পর্যন্ত ১৮ জন রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে। হাসপাতালে বর্তমানে বেড পাচ্ছেন না তারা। অধিকাংশ রোগীকে মেঝেতে থেকেই কোনরকমে চিকিৎসা নিতে হচ্ছে।
পঞ্চগড় সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন জানান, ‘গতকাল ২৭টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২০টি শিশু শীতজনিত ডায়রিয়ায় আক্রান্ত। শনিবার দুপুর পর্যন্ত প্রায় ১৫টি শিশু ভর্তি হয়েছে। বিকেল বা রাতের মধ্যে এর সংখ্যা বাড়তে পারে।’
অন্যদিকে, ঠাণ্ডার কারণে কাজকর্মও স্থবির হয়ে পড়েছে। শহরে চলাচল কমে গেছে। মাত্রারিক্ত শীতের কারণে ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। গৃহপালিত পশুদেরও বের করা হচ্ছে না। ঘরের ভেতরেই তাদের খাবার দেয়া হচ্ছে। এরকম অবস্থা চলতে থাকলে চরম আশঙ্কাজনক দুর্ভোগে পড়বে উত্তরাঞ্চলের এই জেলা।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা