মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দিল্লির মসনদ এবার কার

দিল্লির মসনদ এবার কার

জোটগতভাবে এগিয়ে ক্ষমতায় থাকতে চান মোদি। কংগ্রেসের তুরুপের তাস হয়ে নেমেছেন প্রিয়াঙ্কা। ক্ষমতায় ফেরার লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে -বাংলাদেশ প্রতিদিন

একদিকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহর বিজেপি জোট অন্যদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের জোর লড়াই। জোটগত কারণে মোদির শক্তি এগিয়ে থাকলেও লড়াইয়ে উঠে এসেছে কংগ্রেসকে নিয়ে গান্ধী পরিবার। বিভিন্ন রাজ্যে ছোটদলের চ্যালেঞ্জের মুখে বিজেপি। শেষ পর্যন্ত দিল্লির মসনদ এবার কার দখলে যাবে জনরায়ে? সে হিসাব-নিকাশ ভারতজুড়ে। সর্বশেষ লোকসভা নির্বাচনে মোদি ভারতের ভোট রাজনীতির ইতিহাসে কংগ্রেসের করুণ পরাজয় ঘটিয়ে নিজেকে নায়কের আসনেই বসাননি, বিজেপিকে একচ্ছত্র জয় দিয়েছিলেন। তার ডান হাত হয়ে ইউপিতে চমক দেখান অমিত শাহ। বিগত পাঁচ বছরে মোদির সরকার ও শাসনকালে অনেক সমালোচনার ঝড় উঠেছে। এবার সব বিরোধী দলকে একজোট করে কংগ্রেস ভোটযুদ্ধে আসতে পারেনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মা সোনিয়ার হয়ে অন্যতম সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবার প্রচারণায় নেমেছেন। সবার কৌতূহল তিনি কি ইন্দিরার অবয়বে তুরুপের তাস হয়ে উঠবেন। দেখাতে পারবেন চমক? মোদিকে হটিয়ে কংগ্রেসকে এনে দিতে পারবেন দিল্লির মসনদ নাকি আবারও গণরায়ে ভারতের ক্ষমতার লড়াইয়ে নরেন্দ্র মোদির কাছেই পরাজয় মেনে নেবে? সব আলোচনা-জল্পনা-কল্পনার কেন্দ্রবিন্দুতে এখন ভারতের লোকসভার নির্বাচন।

 

উত্তরপ্রদেশেই ভাগ্য নির্ধারণ

প্রিয়াঙ্কায় ঘুম হারাম বিজেপির

‘দিদি’র দুর্গে ভাগ চান মোদি

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর