শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

যে কারণে নজর দিতে হবে কৃষি খাতে

করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। থেমে গেছে প্রায় সব ধরনের শিল্প উৎপাদন। এমন অবস্থায় দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অভ্যন্তরীণ কৃষিজ উৎপাদন অব্যাহত রাখার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াই নির্বিঘ্ন করে ফসল ঘরে তোলাই এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ অবস্থায় বেকার হয়ে পড়া মানুষ এবং শ্রমজীবী মানুষকে শতভাগ স্বাস্থ্য সুরক্ষা দিয়ে তাদের ধান কাটা ও মাড়াইয়ে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এক্ষেত্রে প্রথমত হাওর অঞ্চলে শ্রমিক পাঠানোর কাজ শুরু হয়েছে অন্য এলাকা থেকে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন- মানিক মুনতাসির

সর্বশেষ খবর