সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সমস্যা শিক্ষক রাজনীতিতে

শিক্ষাঙ্গনে বড় সমস্যা শিক্ষকদের অতিরিক্ত রাজনীতিতে জড়িয়ে পড়া। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এখন সরাসরি রাজনৈতিক দলের সদস্য। অনেকে রয়েছেন জেলা ও উপজেলা কমিটিতেও। তারা শিক্ষকতার চেয়ে বেশি সময় দেন বিভিন্ন রাজনৈতিক দলে। আবার কেউ কেউ আওয়ামী লীগ-বিএনপির কেন্দ্রীয় নেতাদের চেয়েও বেশি দলীয় অবস্থান প্রদর্শনে ব্যস্ত। সিনিয়র শিক্ষকরা মনে করেন, রাজনৈতিক সম্পৃক্ততা অতীতেও শিক্ষকদের ছিল। কিন্তু এখনকার মতো ভয়াবহ অবস্থা অতীতে কখনো হয়নি। তাই এ পরিস্থিতি থেকে উত্তরণে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। দেশ ও মানুষের প্রশ্নে শিক্ষক রাজনীতি অবশ্যই থাকবে কিন্তু দলবাজিতে বেশি যুক্ত হলে সমস্যা হয়। সম্মানজনকভাবে সবকিছুতে কাজ করা দরকার বলে মনে করেন অনেক প্রবীণ শিক্ষক। সার্বিক অবস্থা নিয়ে বিশিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিবেদক মাহমুদ আজহার ও জয়শ্রী ভাদুড়ী

 

দলীয় লেজুড়বৃত্তি শিক্ষকদের মানায় না

 

শিক্ষকদের অন্য কোনো পদে মোহ থাকা উচিত নয়

 

এখন রাজনীতি বলতে কিছু নেই, চলছে অপরাজনীতি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর