সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিক্ষকদের অন্য কোনো পদে মোহ থাকা উচিত নয়

-ড. এস এম এ ফায়েজ

শিক্ষকদের অন্য কোনো পদে মোহ থাকা উচিত নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, শিক্ষকতা ছাড়া রাজনৈতিক দল কিংবা অন্য কোনো পদের প্রতি মোহ থাকা শিক্ষকদের জন্য উচিত নয়। তবে সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে। কিন্তু শিক্ষক হিসেবে যখন আপনি থাকবেন, তখন এটাকেই বড় করে দেখতে হবে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ           প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক এই চেয়ারম্যান বলেন, সবারই একটি রাজনৈতিক দর্শন থাকতে পারে। কিন্তু শিক্ষকতা করার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। আপনার রাজনৈতিক আদর্শের কোনো কিছুই এর প্রভাব ফেলবে না। শিক্ষকদের নিরপেক্ষতার জায়গা থেকে ছাত্রদের পাঠদান করাতে হবে। প্রশাসন চালাতে হবে। বিশেষ করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে শিক্ষকদের কোনোভাবেই লেজুড়ভিত্তি করা ঠিক হবে না।

শিক্ষাবিদ অধ্যাপক ফায়েজ বলেন, দেশে এমন অনেক শিক্ষক আছেন, কোনো রাজনীতির সঙ্গেই যুক্ত নন। আবার অনেকেই আছেন রাজনীতি করছেন। এটা ব্যক্তি স্বাধীনতার ওপর নির্ভর করে। একজন সচেতন নাগরিক হিসেবে তার চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ঘটতেই পারে। এটাকে আটকে ফেলা কঠিন কাজ। তবে মনে রাখতে হবে, আমি শিক্ষক, আমি শিক্ষক, আমি শিক্ষক। এরপর অন্য কিছু। একজন শিক্ষককে অবশ্যই সচেতন ও সতর্ক থাকতে হবে। নিরপেক্ষতার জায়গা থেকে ছাত্রদের পাঠদান করতে হবে। ছাত্রদের পড়াশোনা করানো বা প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের রাজনীতি যেন চাপিয়ে দেওয়া না হয়।

তিনি আরও বলেন, একজন আদর্শিক শিক্ষকের সঙ্গে শিক্ষকতা ছাড়া কোনো লবিং, গ্রুপিং যায় না। যখন কোনো একটি পদের জন্য একজন শিক্ষক লবিং করবেন তখন এটা তার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তিনি কোনো পদের জন্য যোগ্য নন। এমনকি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পাওয়ার জন্য কোনো লবিং করা উচিত নয়। এটা অন্যরকম বার্তা দেয়। আদর্শবান শিক্ষকের জন্য এটা গ্রহণযোগ্য নয়। এটাকে নেতিবাচকভাবেই দেখা উচিত। 

সর্বশেষ খবর