এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরিশালে আত্মহত্যার চেষ্টা করেছে পাঁচ ছাত্রী। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। তিনজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মারা যাওয়ারা হলো- উপজেলার খুন্না এলাকার বাসিন্দা অমল কৃষ্ণ মাতুব্বরের কন্যা অর্পিতা মাতুব্বর (১৬) ও বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের বাসিন্দা হুমায়ুন কবিরের কন্যা মিম ইসলাম (১৫)। অর্পিতা হিজলার বিসিডি মাধ্যমিক বিদ্যালয় ও মিম বাহেরচর কাজল খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
আত্মহত্যার চেষ্টাকারীরা হলো হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশারেফ বিশ্বাসের কন্যা মুর্শিদা আক্তার ইমা (১৬), বাকেরগঞ্জ পৌরসভার জহিরুল ইসলামের কন্যা তনী (১৬) ও উপজেলার চামটা গ্রামের মুর্ছনা (১৭)।
হিজলা থানার এসআই আরাফাত হাসান জানান, পরীক্ষার ফল ঘোষণার পর অর্পিতা ও ইমা গলায় ফাঁস দেয়। পরে দুইজনের পরিবার তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের চিকিৎসক অর্পিতাকে মৃত ঘোষণা করেন। ইমাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
অপরদিকে মিমের বাবা হুমায়ুন কবির বলেন, ফল ঘোষণার পর মিম বিষপান করে। পরে বমি করার পর বিষয়টি টের পান। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা গিয়েছে।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড আবুল কালাম আজাদ বলেন, মিমকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।
অপরদিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তনী ও মুর্ছনা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরিবার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তারা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেছে। দুইজন আশঙ্কামুক্ত।
বিডি প্রতিদিন/জুনাইদ