কক্সবাজারে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রিয়তম রুদ্র (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের রুদ্র পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রিয়তম রুদ্র ওই এলাকার কাঞ্চন রুদ্রের ছেলে। সে স্থানীয় খুরুশকূল উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শাখা থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়।
স্বজনরা জানিয়েছেন, প্রিয়তম রুদ্র নামের ওই শিক্ষার্থীর আজ শুক্রবার (১১ জুলাই) ১৭তম জন্মদিন। এবারের এসএসসি পরীক্ষায় সে দুই বিষয়ে ফেল করেছে।
কাঞ্চন রুদ্র বলেন, ‘দুপুরে খাবার খেয়ে টিভিতে খবর দেখছিলাম। ওই সময় প্রিয়তম তার স্থানীয় এক সহপাঠীর বাসায় ছিল। পরে ঘরে আসলে রুদ্রকে বলি তোমার মামা ফোন করে জানিয়েছে, তুমি নাকি দুই বিষয়ে খারাপ করেছো। সেটা শোনার পর প্রিয়তম তার মাকে ফোনে কল দেবে বলে বাইরে চলে যায়। আমি অফিসে চলে আসি। অফিসে পৌঁছার ২০ থেকে ৩০ মিনিট পর আমার এক বোন কল করে জানায়, ঘরের দরজা জানালা সব ভেতর থেকে আটকানো। অনেক ডাকডাকি করেও প্রিয়তমের কোনো সাড়াশব্দ নেই এবং দরজাও খুলছে না। দ্রুত বাড়ি ফিরে ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করি। এরপর গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে প্রিয়তম। সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খান জানান, এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে।