মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তিনি ‘আশাবাদী’।
বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আশাবাদী... মনে হচ্ছে সাধারণভাবে শর্তগুলো নিয়ে একমত হওয়া গেছে, এখন কেবল এসব বাস্তবায়ন নিয়ে আলোচনা প্রয়োজন।’
কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, ইসরাইল ও হামাস রোববার থেকে পুনরায় আলোচনায় বসেছে, যদিও তারা আলাদা কক্ষে বসে একই ভবনে অবস্থান করছে। মার্কো রুবিওর মতে, ‘আমরা হয়তো সেই অবস্থা থেকে এখন কিছুটা এগিয়েছি, তবে চ্যালেঞ্জ এখনও আছে।’
তিনি সতর্ক করেন, এর আগেও আলোচনার এই পর্যায়েই প্রক্রিয়াগুলো ভেঙে পড়েছে। তার ভাষায়, ‘মূল চ্যালেঞ্জগুলোর একটি হলো হামাসের নিরস্ত্রীকরণে অনিচ্ছা, যা হলে সংঘাতটি তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যেতে পারে।’ তবে তিনি এটিও স্বীকার করেন যে, ‘ইসরাইল কিছু নমনীয়তা দেখিয়েছে।’
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশের স্বাধীনতা ও ইসরাইলের সেনা প্রত্যাহার নিয়ে মতপার্থক্য এখনও রয়ে গেছে। এছাড়াও, ‘স্থায়ী শান্তির জন্য বাস্তবিক নিশ্চয়তা’ তাদের অন্যতম দাবি।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা চলছে, যার সর্বশেষ পর্ব বৃহস্পতিবার পঞ্চম দিনে পা দিয়েছে দোহায়। এর আগে, ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি এবং ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া দুই মাসব্যাপী বিরতি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদি শান্তির পথে এগিয়ে নিতে পারেনি।
বিডি প্রতিদিন/নাজিম