রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

নতুন আঘাতে অর্থনীতির চ্যালেঞ্জ কোথায়

করোনার সংক্রমণ আবার বাড়ছে। বিশ্ব এখনো দিশাহারা। ভ্যাকসিনও থামাতে পারছে না সংক্রমণ ও আতঙ্ক। বাংলাদেশেও প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যুতে নতুন নতুন রেকর্ড হচ্ছে। সংক্রমণ ঠেকাতে কাল থেকে সাত দিনের লকডাউন দিয়েছে সরকার। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন লকডাউনে হয়তো সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। তবে এর ফলে দরিদ্র মানুষের যেন দুর্ভোগ না হয় সেদিকে নজর দিতে হবে। সরকারের উচিত লকডাউনের সময় দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। কলকারখানা খোলা রাখার ক্ষেত্রেও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের দিতে হবে সহায়তা। বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন মানিক মুনতাসির

সর্বশেষ খবর