ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সরকারের প্রদেয় স্বাস্থ্য সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরকারের প্রদেয় স্বাস্থ্য সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য বরিশালে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ডে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয় আয়োজিত কর্মশালায় বরিশালে কর্মরত আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন তথ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক লেলিন বালা, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এবং বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক মো. আনসার উদ্দিন। 

কর্মশালায় প্রধান অতিথি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে একজন করে চিকিৎসক থাকার কথা। কিন্তু চিকিৎসক সংকটের কারণে তা হয়ে উঠছে না। তারপরও স্বাস্থ্য সেবা পাওয়া সকলের অধিকার এবং এই লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে বলে কর্মশলায় বলেন প্রধান অতিথি। 

সরকারের স্বাস্থ্য সেবা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় কর্মশালায়।  

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর