ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

'মিয়ানমারকে ভারতের সামরিক সরঞ্জাম প্রদান বাংলাদেশের জন্য উদ্বেগজনক'
অনলাইন ডেস্ক
আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত মিয়ানমারকে ভারতের সাবমেরিনসহ সামরিক সরঞ্জাম প্রদান বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগজনক। ভারতের এ সিদ্ধান্ত কোনক্রমেই বাংলাদেশ ভারত 'রক্তের বন্ধন' যুক্ত সম্পর্কের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি আজ এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক এখন খুবই নাজুক পর্যায়ে। মিয়ানমার তার দেশের ১১ লাখ রোহিঙ্গা নাগরিককে হত্যা, ধর্ষণ এবং অস্ত্রের মুখে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই মহা সংকটেও রক্তের বন্ধনে আবদ্ধ ভারত বাংলাদেশের পাশে দাঁড়ায়নি।

সাম্প্রতিককালে মিয়ানমারের উস্কানিমূলক কার্যক্রম থেকে এটা প্রতীয়মান হয় যে, মিয়ানমার ভারতের এই সাবমেরিনসহ সামরিক সরঞ্জাম বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে ব্যবহার করার প্রয়াস পাবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন  



এই পাতার আরো খবর