স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা এবং যুবদলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি।
শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি দোলাইপাড় কাজীপাড়া থেকে শুরু হয়ে জুরাইন রেলগেইটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামপুর কদমতলী থানার প্রধান সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন এবং শ্যামপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ মোল্লা।
বিডি প্রতিদিন/আরাফাত