আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে বাংলাদেশের চেহারা পালটে যাবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অপরাধীদের বিচার হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। এদিকে, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলের বোঝাপড়ায় ঘাটতি থাকলেও অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহের’ প্রথম প্রদর্শনীতে এসব বলেন এ দুই উপদেষ্টা। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী। এতে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে হতাশার পরিবর্তে আশাবাদী হওয়ার তাগিদ দেন উপদেষ্টারা। তারা বলেন জুলাইয়ের ঐক্য আরও ১০ বছর ধরে রাখলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি থাকবে না। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জুলাই আন্দোলনের বিচার পূর্ণ মাত্রায় ও পূর্ণ গতিতে চলছে। তবে, বিচারাধীন বিষয় হওয়ায় অনেক তথ্যই জানানো হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।