জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপে প্রধান নির্বাচন কমিশনারের কথায় জনগণ সন্তুষ্ট হতে পারেনি। সরকারপ্রধান ও প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকার জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় তৈরি হয়েছে। গতকাল খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে পথসভা এবং ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই- এ কথা নির্বাচন কমিশনার বলতে পারেন না। নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটার কোনো কথা সংবিধানে নেই। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ঐকমত্য কমিশনের সর্বসম্মত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি এবং সব দলের স্বাক্ষর হয়নি। এ মুহূর্তে এমন প্রশ্ন তোলা অপ্রাসঙ্গিক এবং অবান্তর। এতেই সন্দেহ তৈরি হয় যে সরকার ও নির্বাচন কমিশনের ওপর কোনো পরাশক্তি অথবা কোনো প্রভাবশালী মহলের চাপ আছে কি না, যার সামনে তারা মাথা নত করতে বাধ্য হচ্ছে। জামায়াত সেক্রেটারি জেনারেল আরও বলেন, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ, সংবিধান সংস্কারে যেসব বিষয়ে সব দল একমত হয়েছে সেগুলো চূড়ান্ত করে সব দলের স্বাক্ষর গ্রহণ করে তারপর নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে। তাহলেই জনগণ বুঝবে সরকারপ্রধান ও প্রধান নির্বাচন কমিশনারের ওয়াদা ঠিক আছে। সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরের অশিক্ষা, কুশিক্ষা, চরিত্রহীনতা, অমানবিকতার অবক্ষয়ে দেশ ও সমাজ তছনছ হয়ে গেছে। তারা চুরি, ডাকাতি, খুন, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট করেছে। যারা শাসন করেছে তারা এগুলো দমন করতে পারেনি। ইসলামি দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ সব মানুষ ভালো থাকা যায়। এজন্য নতুন বাংলাদেশ গড়তে আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তিনি বলেন, অতীতে আপনারা ভোট দিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার ভোট দিয়ে পরীক্ষা করুন দেশটা কেমন চলে?