সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট হলে দেশের শতভাগ মানুষের মতামত গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন মারকাযুত তাহফিযের চেয়ারম্যান নেছার আহমদ আন-নাছিরী।
তিনি বলেন, ‘অল্পসংখ্যক ভোট পেয়ে শতভাগ মানুষের ওপর শাসনব্যবস্থার অবসান ঘটবে। গণতন্ত্র শক্তিশালী হবে। কারও ভোট নষ্ট হবে না। সুশাসন প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির বিকল্প নেই।’ গতকাল এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এই প্রার্থী এসব কথা বলেন। আন-নাছিরী বলেন, ‘পিআর সিস্টেমে কারও মতামত উপেক্ষা করার সুযোগ নেই। আমরা সারা দেশে পিআর পদ্ধতির পক্ষে ব্যাপক জনমত গড়ে তুলেছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহি নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘শাসক নয়, সেবক হওয়ার সুযোগ চাই। সবচেয়ে বড় কথা মানুষের অধিকার নিশ্চিত করতে চাই।
অবহেলিত এ জনপদ আদর্শ জনপদে রূপান্তরিত করতে চাই। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ নগরী গড়ে তুলতে চাই।’