ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, কোনো টালবাহানা চলবে না। গতকাল মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জমায়েত শেষে পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলীকে আগামী নির্বাচনে ঢাকা ১৭ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
রফিকুল ইসলাম বাবলু আরও বলেন, ১৬ বছর ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছে। তারা গুম, খুন, দুর্নীতির মাধ্যমে একটা অন্ধকার সময়ে দেশকে নিয়ে গিয়েছিল। আমরা গণতন্ত্র মঞ্চ ও বিএনপি মিলে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি।
এ সংস্কার প্রস্তাবনার মাধ্যমে এ দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।