নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাসুম (৮) ও মারুফ (৭) নামে দুই সহদরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে। তারা ওই এলাকার মাসুদের ছেলে। স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে নদী ভাঙনে তাদের আশ্রয়ণের ঘর বিলীন হয়ে যায়। তখন থেকে পরিবারটি রাস্তার পাশে অস্থায়ী ঘর তুলে বসবাস করছিল।
দুপুরে পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। দুই ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পুকুরে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’