জনকল্যাণমুখী রাজনীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানী ঢাকায় পয়োনিষ্কাশন ও শৌচাগার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলোরা। তারা বলছেন, ঢাকার গণশৌচাগারগুলো নারীদের ব্যবহারযোগ্য নয়। এতে দিনশেষে স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে শহরের নারী সমাজ তথা পুরো নাগরিক সমাজ। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি ও জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া। আয়োজকরা জানান, ড্রেনেজ, পয়োনিষ্কাশন ও শৌচাগার ব্যবস্থা নগর সভ্যতার অন্যতম ভিত্তি। এগুলো নাগরিকদের অন্যতম একটি মৌলিক চাহিদা। কিন্তু রাজধানী ঢাকায় স্যানিটেশন ব্যবস্থার চিত্র অত্যন্ত শোচনীয়। এ সমস্যার বাস্তবিক সমাধানের লক্ষ্যে তারা এই বহুদলীয় রাজনৈতিক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি বলেন, ১ লাখ মানুষের জন্য একটি ব্যবহারযোগ্য গণশৌচাগারও ঢাকা শহরে নেই। আবার এর কোনোটিই পুরোপুরিভাবে নারীদের ব্যবহারের যোগ্য নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ইনজামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক আনিকা আনজুম অর্ণি।