জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গ্রামীণ সমাজে প্রযুক্তিনির্ভর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৫ দিনব্যাপী জাতীয় কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
এর মূল উদ্দেশ্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সম্মিলিত পদক্ষেপ গ্রহণ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গঠনকে উৎসাহিত করা। এর মধ্য দিয়ে জাতীয় ও কমিউনিটি ভিত্তিক ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রশমনে সচেতনতা ও সহনশীলতা তৈরি হবে। পাশাপাশি ভুক্তভোগী ব্যক্তিদের বিশেষ করে যুব সম্প্রদায়সহ নারী, কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত সেবা ও সহায়তায় প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এ কর্মসূচি পালিত হচ্ছে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স অ্যাগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায়।
প্রকল্পটি নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।