নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিন শেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এক মাস বয়সি শিশু ও তার নানির মৃত্যুর পর এবার প্রাণ গেল শিশুটির বোন জান্নাত (৪) ও তাদের বাবা হাসান গাজীর (৪০)। গতকাল বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, হাসান গাজীর শরীরের প্রায় ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল। ভোরে তিনি মারা যান। তার মেয়ে জান্নাতের শ্বাসনালি দগ্ধসহ শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দুপুরে তার মৃত্যু হয়। হাসান গাজীর স্ত্রী সালমা (৩৫) ও শ্যালিকা আসমা (৩২) আইসিইউতে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
প্রসঙ্গত, গত শুক্রবার গভীররাতে উপজেলার পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিন শেড বাড়ির একটি ভাড়াটিয়ার কক্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন নয়জন। হঠাৎ বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।