ঢাকা ও নীলফামারী থেকে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তাররা হলেন- আসাদুল ইসলাম আসাদ ও শ্রী প্রদীপ কুমার। গতকাল এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীর গুলশান থেকে দুই মামলায় সাজাপ্রাপ্ত ও অন্য একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকে পর্যায়ক্রমে সোনালী ব্যাংক থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেনি। পরে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া অর্থ আত্মসাৎ মামলাসহ দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এসব মামলার রায় ঘোষণার পর থেকে দীর্ঘদিন তিনি আত্মগোপনে।
ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, গ্রেপ্তার শ্রী প্রদীপ কুমারের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় একটি মামলা রুজু হয়। মামলাটির বিচারকার্য শেষে প্রদীপের তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে আত্মগাপনে ছিলেন প্রদীপ।
বৃহস্পতিবার নীলফামারীর কিত্তনিয়াপাড়া থেকে আসামি শ্রী প্রদীপ কুমারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এটিইউ কর্মকর্তা।