ফরিদপুর-১ সংসদীয় আসনের তিনটি উপজেলা বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালীতে বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণা করায় উচ্ছ্বসিত বিএনপির নেতা-কর্মীরা।
২৩ অক্টোবর রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।
বোয়ালামরী উপজেলার ১০১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। পৌর কমিটির সভাপতি আবদুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
মধুখালী উপজেলায় সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও সাধারণ সম্পাদক আবদুল আহ্বায়ক মানিক। পৌর কমিটির সভাপতি হায়দার আলী মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস।
আলফাডাঙ্গা উপজেলায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু। আলফাডাঙ্গা পৌর কমিটির সভাপতি মো. রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান হাসিব।
জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে এবার কমিটি করা হয়েছে। এসব অঞ্চলে বিএনপি আরও শক্তিশালী হবে।