ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আসাদ খোকন নামে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতির কথা জানানো হয়। অব্যাহতি পাওয়া আসাদ খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসাদ খোকনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে শোকজ করা হয়েছে।’
খোঁজ নিয়ে জানা যায়, নাসিরনগর উপজেলা ভূমি অফিস দুটি খাস জমি স্থানীয়দের উন্মুক্ত ইজারা দেওয়ার ব্যবস্থা করেন। ১৪ অক্টোবর এসি ল্যান্ড অফিসে ইজারায় অংশ নিতে আসেন লক্ষ্মীপুর গ্রামের চারজন ব্যক্তি। এসি ল্যান্ড অফিসে আসার পর তাদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। অফিস থেকে বের হওয়ার ফের তাদের ওপর হামলা করা হয়। এতে পাঁচজন আহত হন। এ ঘটনায় আসাদ খোকনের বিরুদ্ধে ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।
অভিযোগ অস্বীকার করে আসাদ খোকন বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে নাসিরনগরে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এরই ধারাবাহিকতায় পুকুর ইজারায় অংশগ্রহণ করায় ষড়যন্ত্র করে আমার নাম জড়ানো হচ্ছে।’