নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুনভাবে জীবন শুরু করা জয়ীতা সালমা বেগমকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তার হাতে ঘরের চাবি তুলে দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জানা যায়, ২০০৩ সালে মাত্র ১৩ বছর বয়সে চাচাতো ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বরিশালের বাবুগঞ্জের বাসিন্দা সালমা। ২০০৪ সালে ১৪ বছর বয়সে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ২০০৬ সালে আড়াই বছরের ছেলেকে মায়ের কাছে রেখে গার্মেন্টে চাকরি নেন।
২০১১ সালে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড এবং সন্তানের ২১ বছর না হওয়া পর্যন্ত তার ব্যয়ভার রাষ্ট্রকে বহন করার আদেশ দেন আদালত। কিন্তু সেই টাকা আত্মসাৎ করে সালমার ভাই। মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে পাওয়া টাকার শেষ কিস্তি দেওয়ার সময় বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন এনজিওর সহযোগিতায় জমি কিনে একটি আধা-পাকা ঘর তৈরি করে দেওয়া হয়। পাশাপাশি তার ছেলের ভরণপোষণের শেষ কিস্তির ১ লাখ ৮২ হাজার ২৮১ টাকার চেক তুলে দেওয়া হয়।
মাথা গোঁজার নিরাপদ ঠাঁই পেয়ে সালমা দুই চোখের পানি ধরে রাখতে পারেননি। সালমার সন্তান বর্তমানে একটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে। সন্তানকে নিশ্চিন্তে মানুষ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সালমা জেলা প্রশাসকসহ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।