বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ পাঠান (৮০) আর নেই। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বিপিসি সভাপতি প্রবীণ শিক্ষক নেতা অধ্যাপক মাজহারুল হান্নান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন, ভারপ্রাপ্ত মহাসম্পাদক ইলিম মো. নাজমুল হোসেন, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ জহির উদ্দিন আজম, অধ্যক্ষ রাফিকা আফরোজ, অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ হোসনে জাহানসহ শিক্ষক নেতারা শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা বলেন, অধ্যাপক হারুন শিক্ষকদের অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন- সংগ্রামে ভূমিকা রাখেন। বিশেষ করে শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা, চাকরির নীতিমালা প্রণয়ন, শতভাগ বেতন-ভাতা, উৎসব ভাতা ও অবসর সুবিধা আদায়ের আন্দোলনে তার ভূমিকা শিক্ষক সমাজ আজীবন মনে রাখবে। বিজ্ঞপ্তি