ভারতের ধনী নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা দ্রুত বাড়ছে। ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’-এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৩,৫০০ জন ভারতীয় ধনকুবের স্থায়ীভাবে বিদেশে বসবাস শুরু করতে পারেন। এই দেশত্যাগের প্রবণতা বিশ্বজুড়ে বাড়লেও ভারতের ক্ষেত্রে তা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বিশেষ প্রভাব ফেলছে।
প্রথমত, এর ফলে দেশ থেকে বিপুল পরিমাণ পুঁজি বিদেশে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, দেশের আর্থিক পরিবেশ ও নীতিনির্ধারণী স্তরে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
‘হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট ২০২৫’-এ বলা হয়েছে, বছরে যাঁদের বিনিয়োগ সক্ষমতা ১০ লাখ ডলার বা তার বেশি, এমন ধনীদের উপর ভিত্তি করেই এই সমীক্ষা চালানো হয়েছে। এই তালিকায় চীন রয়েছে শীর্ষে, দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য এবং তৃতীয় স্থানে ভারত। তালিকায় আরও রয়েছে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, নাইজেরিয়া ও ভিয়েতনাম।
২০২৪ সালে প্রায় ৪,৩০০ জন ভারতীয় ধনী বিদেশে চলে গেছেন, যেখানে ২০২৩ সালে সংখ্যাটি ছিল প্রায় ৫,১০০। এই প্রস্থান দেশীয় বাজার থেকে প্রায় ২৬.২ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের বহির্গমন ঘটিয়েছে।
সমীক্ষা অনুযায়ী, উচ্চ করহার, রাজনৈতিক অস্থিরতা, দুর্বল আইনশৃঙ্খলা এবং উদ্ভাবন ও বিনিয়োগে সীমিত সুযোগই এ ধরনের দেশত্যাগের মূল কারণ। অনেকেই মনে করছেন, ভারতে যথাযথ উচ্চশিক্ষা, গবেষণা বা চিকিৎসা পরিকাঠামো এখনও উন্নত দেশের তুলনায় অনেক পিছিয়ে।
ভারতীয় ধনীদের একটি বড় অংশের অভিযোগ, দেশে বিনিয়োগের পরিকাঠামো দুর্বল, দ্রুত পরিবর্তনশীল সরকারি নীতি ও রাজনৈতিক অস্থিরতা ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ। শ্রমিক আন্দোলন, আইনশৃঙ্খলার অবনতি এমনকি সহিংসতার মতো ঘটনাও তাদের ভীতি সৃষ্টি করছে।
বিদেশে পাড়ি জমানো ধনীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য এখন সংযুক্ত আরব আমিরাত, যেখানে এ বছর প্রায় ৯,৮০০ জন ধনী ভারতীয় স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারেন। তারা মূলত আবুধাবি, দুবাই এবং শারজায় যেতে আগ্রহী। দ্বিতীয় পছন্দ যুক্তরাষ্ট্র, যেখানে এ বছর ৭,৫০০ জন ভারতীয় ধনী যেতে পারেন।
পছন্দের তালিকায় রয়েছে ইতালি, পর্তুগাল ও গ্রিসও, যেখানে যথাক্রমে ৩,৬০০, ১,৪০০ ও ১,২০০ জন ধনী ভারতীয় স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারেন। পাশাপাশি সৌদি আরব এবং সুইজারল্যান্ডের প্রতিও ঝুঁকছেন অনেকে।
নিম্ন আয়কর, উদার অভিবাসন নীতি, উন্নত জীবনমান, উচ্চশিক্ষা ও চিকিৎসা পরিকাঠামো এবং সামাজিক নিরাপত্তার কারণে এই দেশগুলো ভারতীয় ধনীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
বিডি প্রতিদিন/জামশেদ