এ বছর সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ১৭ প্রো ম্যাক্স। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে একটি ফাঁস হওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে, এই মডেলটি হবে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত আইফোন।
ফাঁস হওয়া তথ্যে কী আছে?
বিশ্বস্ত কিছু প্রযুক্তি বিশ্লেষকের মতে, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে প্রায় ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার (mAh) ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এই ব্যাটারি অ্যাপলের বর্তমান ফ্ল্যাগশিপ আইফোন ১৬ প্রো ম্যাক্সের ৪,৬৭৬ mAh ব্যাটারির চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শক্তিশালী হবে।
ফোনটির পুরুত্বও সামান্য বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, আগের ৮.২৫ মিলিমিটার থেকে এটি হতে পারে প্রায় ৮.৭২৫ মিলিমিটার, যা ব্যাটারির জন্য অতিরিক্ত জায়গা তৈরি করবে। তবে এতে ফোনটির ধরন বা ব্যবহারে বড় কোনো পার্থক্য হবে না বলে মনে করা হচ্ছে।
ব্যাটারির মেয়াদ আরও দীর্ঘ হবে
বর্তমানে আইফোন ১৬ প্রো ম্যাক্স একটানা ৩৩ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। আইফোন ১৭ প্রো ম্যাক্সে অতিরিক্ত ৩০০ mAh ব্যাটারি যোগ হলে ৩৫ ঘণ্টা বা তার বেশি ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা বিভাগেও উন্নতি
তথ্য অনুযায়ী, নতুন মডেলটিতে পেছনে তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে উন্নত ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স—দুই মডেলেই ক্যামেরার মান প্রায় একই হবে বলে জানা গেছে।
খবর অনুসারে, অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না দিলেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আইফোন ১৭ প্রো ম্যাক্স হতে যাচ্ছে দীর্ঘ ব্যাটারির দিক থেকে সবচেয়ে সক্ষম মডেল। ডিজাইনে কিছুটা ভারী হলেও, যারা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি হতে পারে সবচেয়ে পছন্দের আইফোন।
বিডিপ্রতিদিন/কবিরুল