বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন দেশকে বড় ধরনের বিভেদ-বিভাজনের মধ্যে ফেলে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ‘অনেকে জামানত বাজেয়াপ্তের ভয়ে আনুপাতিক নির্বাচন চান। এটি বাস্তবসম্মত নয়। ভোটার এ পদ্ধতিতে প্রার্থীকে না চিনেই শুধু দলীয় মার্কা দেখে ভোট দিতে পারবেন। এরপর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টন হবে। বলতে গেলে-জনগণ পিআর পদ্ধতিতে ভোট দেবে সন্দ্বীপে, এমপি পাবে মালদ্বীপে। তাই গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।’ গতকাল যাত্রাবাড়ী থানা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় নবীউল্লাহ নবী এসব কথা বলেন। নবীউল্লাহ নবী আরও বলেন, ‘জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ভোট চায়। এ নির্বাচন এখন আর দাবি নয়, এটা এখন আমাদের আদায় করে নিতে হবে। এটা নিয়ে গড়িমসি মেনে নেওয়া হবে না। আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।’