বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন যে বাংলাদেশ ফিরে পেয়েছে সেটি কিন্তু এখনো তার লক্ষ্যে অধিষ্ঠিত হতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশনসহ সব সেক্টরে বহাল তবিয়তে রয়েছে। গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ ব্লু পীয়ার কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। মো. রফিকুল ইসলাম বলেন, তারা সব সময় চক্রান্ত করে যাচ্ছে। যে কারণে এখনো জাতীয়তাবাদী চিকিৎসকদের পদোন্নতিসহ তাদের সুনির্দিষ্ট জায়গায় যেতে পারছে না। এ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব সরকারের। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।