মাগুরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নাশকতা ও হত্যা মামলার পলাতক আওয়ামী লীগ কর্মীসহ দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় ২টি রিভলবার, একটি বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সোমবার রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে মাগুরা আর্মি ক্যাম্প একটি অস্ত্র অভিযান পরিচালনা করে। এসময় নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান টিটোকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে দুইটি রিভলবার, ৮ রাউন্ড গোলাবারুদ ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী, একই দিন রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম সাচ্চুকে নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। সাচ্চুর বাসায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল (চায়না) এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই