ভিন্নমত দমন না করে তা প্রকাশের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, সময় এখন ভালো যাচ্ছে না। অনেকেই মন খারাপ করে আছেন। তবে আমি আশাবাদী, সামনে ভালো সময় আসবে। মঙ্গলবার (৮ জূলাঈ) বিকেলে বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত। কেউ কারো সঙ্গে একমত না হলেও মত প্রকাশের অধিকার সুরক্ষিত থাকতে হবে। ঢাকার সঙ্গে মফস্বলের চিন্তার দূরত্ব কমানো না গেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না।
তিনি আরও বলেন, দুঃখজনকভাবে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয়নি। পাকিস্তান আমল থেকে তা অনুপস্থিত। কিছু সময় চর্চা হয়েছিল, কিন্তু আমরা আবার সেখান থেকে সরে এসেছি।
তরুণদের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, একটি জরিপে দেখলাম, মাত্র ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী। এটি রাজনীতিবিদ হিসেবে আমার জন্য সুখবর নয়। তবে এখানে এসে আশাবাদী হয়েছি।
পদাধিকার সূত্রে সৃষ্ট শ্রেষ্ঠত্ববোধ নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের দেশে কেউ মন্ত্রী হলেই তাঁর মানসিকতা পাল্টে যায়। এই মানসিকতাই ধীরে ধীরে স্বৈরশাসনের দিকে নিয়ে যায়।
তিনি আরো বলেন, ‘মাননীয়’ শব্দটি দিয়েই স্বৈরতন্ত্রের জন্ম হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি- এই শব্দটি না থাকলেই হয়তো শ্রেষ্ঠত্বের ধারণা হতো না।
মির্জা ফখরুল বলেন, তরুণ প্রজন্মের সঙ্গে আমাদের দূরত্ব রয়েছে। তাদের বোঝাতে সময় লাগে। আবার তারাও আমাদের বোঝে না। রাজনৈতিক সংকট তৈরির এটিও একটি বড় কারণ।
প্রশাসনিক স্থবিরতায় বাড়ছে ‘মব কালচার’ : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, প্রশাসনিক স্থবিরতার কারণেই দেশে ‘মব কালচার’ বাড়ছে। তার ভাষায়, গোপন অপতৎপরতা ও কালো টাকার প্রভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে।
মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দলের ভেতরে কেউ অপকর্মে জড়ালে তাকে ছাড় দেওয়া হচ্ছে না। এরই মধ্যে কয়েকজনকে বহিষ্কার, পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রিজভীর দাবি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা রহস্যজনক। তিনি বলেন, দল থেকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও প্রশাসন কোনো সাড়া দিচ্ছে না। বরং কোথাও কোথাও উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
জাহিদ হোসেন : মব দিয়ে দাবিয়ে রাখা যায় না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মব করে কাউকে দাবিয়ে রাখার চেষ্টা ভালো ফল দেয় না।
মঙ্গলবার (৮ জুলাই) উত্তরা ৭ নম্বর সেক্টরের মুক্তমঞ্চে জাসাসের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জাহিদ হোসেন বলেন, সাংবাদিকরা কিছু লিখলে তাঁদের থামিয়ে আবার মত প্রকাশের স্বাধীনতার কথা বলা- এটি কোনো সভ্য রাজনৈতিক আচরণ নয়।
তিনি দ্রুত নির্বাচন আয়োজনের আহবান জানিয়ে বলেন, যতটুকু সংস্কার প্রয়োজন, তা করে দ্রুত নির্বাচন দিন। বিভাজনের রাজনীতি নয়, ঐক্য দরকার। যারা গত ১৬ বছর ধরে লুটপাট করেছে, তারা কোথাও হারিয়ে যায়নি, আমাদের চারপাশেই আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ