চট্টগ্রামেও তরতর করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একদিনে ২২ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। চলতি বর্ষা মৌসুমে একদিনে ২২ জন শনাক্তের ঘটনা এটিই প্রথম। চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একদিনে ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী ও ৪টি শিশু। এ নিয়ে জুলাই মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হলো ৮৩ জন। এ বছর মোট আক্রান্ত ৫২৮ জন। তার মধ্য দুজন মারা গেছেন।
তিনি বলেন, ডেঙ্গু বাড়ছে। এখন মানুষদের সতর্ক ও সচেতন হতে হবে। সামনে ডেঙ্গু আরও বাড়ার শঙ্কা আছে।
বিডি প্রতিদিন/নাজমুল