গাজীপুর, জয়পুরহাট ও দিনাজপুরে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- গাজীপুর : সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় রবিবার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের শামিম মিয়ার ছেলে আবদুল মোমিন (১২) এবং রংপুর জেলার মিঠাপুকুর থানার বড়মির্জাপুর গ্রামের আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২)। তারা গাজীপুরের দেওয়ালিয়াবাড়ী এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করত এবং স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। জয়পুরহাট : সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে রবিবার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- ওই গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬) ও হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)। স্থানীয়রা জানায়, ওই দুই শিশু পুকুর পাড়ে খেলার একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়।
দিনাজপুর : দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়ারা গ্রামে রবিবার পুকুরের পানিতে ডুবে জনক রাম রায় (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের লিটু রাম রায়ের ছেলে। পরিবার জানায়, খেলার কোনো এক সময়ে জনক পুকুরে পড়ে যায়। গাজীপুর কোনাবাড়ী থানার ওসি মো. সালাহউদ্দিন, জয়পুরহাট সদর থানার ওসি নাজমুল কাদের ও দিনাজপুর খানসামা থানার ওসি নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।