ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ। নির্বাচিত হলে শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও আকাঙ্ক্ষার জায়গা নিয়ে কাজ করবেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
জামালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন, যতজন প্রার্থী ভিপি পদে দাঁড়িয়েছে তাদের সবার চেয়ে আমার একটি আলাদা জায়গা আছে। দীর্ঘ চার-পাঁচ বছর ধরে শিক্ষার্থীদের জন্য আমি নির্দলীয়ভাবে কাজ করেছি। এককভাবে শিক্ষার্থীদের জন্য যারা কাজ করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছি আমি। ইতিপূর্বে যেসব কাজ করেছি কেবল সেগুলোর জন্যই আমি চাই না আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করুক বরং আমার যেসব অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো যেন আমি সমাপ্ত করতে পারি সেজন্য তারা আমাকে ভোট দেবেন বলে আমি আশা রাখি। তিনি বলেন, আপনারা জানেন রেজিস্ট্রার বিল্ডিংয়ের ডিজিটালাইজেশন নিয়ে আমি কাজ করেছি এবং তা চলমান আছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবহন ব্যবস্থা নিয়েও আমি কাজ করছি। যেমন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের ছাত্রীদের জন্য আমি বাসের ব্যবস্থা করার চেষ্টা করছি। এ ছাড়াও নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি, গর্ভাবস্থায় ক্লাসের উপস্থিতির নির্ধারিত হার কমানো, বেবি কেয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। আমার পূর্বের কাজগুলোর মধ্যে আরও আছে- হিজাব ফোবিয়া নিয়ে, সিরাত মাহফিল অনুষ্ঠিত করা, টিএসসিতে নামাজের জায়গা করা ইত্যাদি। আমার যেসব উদ্যোগ রয়েছে এবং অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো যেন আমি সমাপ্ত করতে পারি সেজন্য শিক্ষার্থীদের আমাকে নির্বাচন করা উচিত বলে মনে করি।
নির্বাচিত হলে করণীয় সম্পর্কে তিনি বলেন, আমার প্রথম লক্ষ্য থাকবে, ডাকসু যেন নিয়মতান্ত্রিকভাবে চলে, সে ব্যবস্থা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক এবং আকাঙ্ক্ষার জায়গাকে আমি আটটি ক্ষেত্রে ভাগ করে নিয়েছি। এগুলোকে আমি বলেছি, সমস্যার সমাধানের ইশতেহার। যেমন সিট সংকট দূরীকরণ, ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, কমনরুম ক্যাফেটেরিয়ার মান উন্নত করা, নিরাপদ ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করব।