সিলেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালপত্র লুটে নিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ানীবাজার উপজেলার নিদনপুরে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ৮-১০ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে আবুল মিয়ার বাড়িতে প্রবেশ করে। ওসি আশরাফ উজ্জামান জানান, এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চলছে।