ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। কুমিল্লায় লরি উল্টে দুটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হন। গতকাল দুপুরে পদুয়ার বাজার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। উদ্ধারকাজে দেরি হওয়ায় মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। দুই ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হলে বিকাল ৫টা পর্যন্ত থেমে থেমে যানজট অব্যাহত থাকে। স্থানীয়রা জানান, ঢাকামুখী লরিটির সামনে একটি বাস পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন সেখানে থাকা একটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা চাপা পড়ে। এতে প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন। ঘটনায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘লাশ উদ্ধার করেছি। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠিয়েছি। ভারী লরি উদ্ধারে কিছু সময় লেগেছে।’ এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের খিলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), একই এলাকার হাসেমের ছেলে হাবিল (২২) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম (২২)। আহত ইমন (২০) একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন ও পরস্পরের বন্ধু। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীনগরে রাজমিস্ত্রির কাজ করতেন ওই চারজন। কাজ শেষে গতকাল রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে সিরাজদিখানে গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তাদের মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের (পাশের সড়ক) নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে আসে। তখন বৃষ্টি হচ্ছিল। সামনে গাড়ি দেখতে পেয়ে মোটরসাইকেলের চালক হঠাৎ ব্রেক চাপেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চার আরোহী ছিটকে পড়েন। তখন বিপরীত দিক থেকে আসা শ্রীনগরগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আওলাদ, হাবিল ও কাইয়ুম মারা যান। গুরুতর আহত হন ইমন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ইমনকে উদ্ধার করে তারা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়।
শিরোনাম
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
- জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
- অজিদের লজ্জায় ডুবিয়ে সিরিজ ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা
- শরীয়তপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও নেই ইলিশ
- বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধে যুবকের রহস্যজনক মৃত্যু