ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। কুমিল্লায় লরি উল্টে দুটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হন। গতকাল দুপুরে পদুয়ার বাজার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। উদ্ধারকাজে দেরি হওয়ায় মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। দুই ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হলে বিকাল ৫টা পর্যন্ত থেমে থেমে যানজট অব্যাহত থাকে। স্থানীয়রা জানান, ঢাকামুখী লরিটির সামনে একটি বাস পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন সেখানে থাকা একটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা চাপা পড়ে। এতে প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন। ঘটনায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘লাশ উদ্ধার করেছি। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠিয়েছি। ভারী লরি উদ্ধারে কিছু সময় লেগেছে।’ এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের খিলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), একই এলাকার হাসেমের ছেলে হাবিল (২২) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম (২২)। আহত ইমন (২০) একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন ও পরস্পরের বন্ধু। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীনগরে রাজমিস্ত্রির কাজ করতেন ওই চারজন। কাজ শেষে গতকাল রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে সিরাজদিখানে গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তাদের মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের (পাশের সড়ক) নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে আসে। তখন বৃষ্টি হচ্ছিল। সামনে গাড়ি দেখতে পেয়ে মোটরসাইকেলের চালক হঠাৎ ব্রেক চাপেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চার আরোহী ছিটকে পড়েন। তখন বিপরীত দিক থেকে আসা শ্রীনগরগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আওলাদ, হাবিল ও কাইয়ুম মারা যান। গুরুতর আহত হন ইমন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ইমনকে উদ্ধার করে তারা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়।
শিরোনাম
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৫
- নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিরিরবন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম
- জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
এক্সপ্রেসওয়েতে তিনজনের মৃত্যু
প্রাইভেট কারের ওপর উল্টে পড়ল কাভার্ড ভ্যান, নিহত ৪
কুমিল্লা ও কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম