ঝালকাঠিতে বাড়ির পাশের পুকুরপাড় থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার বাউকাঠি গ্রাম থেকে গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম সোহেল কারিগর (৩০)। তিনি ওই এলাকার জিন্নাত আলীর ছেলে ও পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।