কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় গতকাল জুমার নামাজ শেষে উপজেলার মৌচাক ও কালিয়াকৈর বাজার এলাকায় গ্রেপ্তার দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মনোরা গ্রামের জয় কুমার দাস (২০) ও লোকনাথ চন্দ্র দাস (২১)। কালিয়াকৈরের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় মাওলানা মুফতি সোলাইমান হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে তৌহিদি জনতা বিক্ষোভ ও মানববন্ধন করে। কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান বলেন, মামলার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০ আগস্ট ১৩ বছরের এক শিশুকে অপহরণের পর নবাবগঞ্জের ভাড়া বাসায় নিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেন জয় ও লোকনাথ। এ ঘটনায় ওই কিশোরীর মা কালিয়াকৈর থানায় মামলা করেন।