গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী রাকিব মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের উপজেলার ঢোলডাঙ্গা এলাকার সাজ্জাদের ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া পলাশবাড়ী উপজেলার আসমতপুর মাঠেরপাড় (বিলেরপাড়) গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রাকিব মোটরসাইকেল চালিয়ে দাওয়াতে যোগ দিতে গাইবান্ধা থেকে পলাশবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতিতে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্ট বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম