বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সোনাইলতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে চাঁপড়ায় চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি সবার মাঝে ৩১ দফার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন। মতবিনিময় সভায় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্লোগান—‘ভোট দেবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।’
তাই আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির পাশে থাকুন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সুরক্ষায় কাজ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ শেখ, চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনমালী ঢালী, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার এবং সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহিল মারুফসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল