‘এখন ধর্ম ব্যবসা চলছে। ছোট ছোট কুরআন শরীফ হাতে দিয়ে মহিলাদের একসাথে করে শপথ করিয়ে দিচ্ছেন—‘দাঁড়িপাল্লায় ভোট মানে বেহেশতের চাবি।’ কথাটি সম্পূর্ণ মিথ্যা। যদি দাঁড়িপাল্লায় একটি ভোট দিয়ে বেহেশতের চাবি পাওয়া যেত, তাহলে সবাই তাদের সম্পত্তি বিক্রি করে সেই চাবি কিনে নিত।
শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় এ কথা বলেন কণ্ঠশিল্পী মনির খান। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সদস্য ও মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস. এম. জাফরিন পাশা।
সভা পরিচালনা করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করিব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মনির খান বলেন, রাষ্ট্র পরিচালনায় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। তাই ভুল–ভাল না বুঝে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিরিনা আক্তার, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক পারুল বেগম, কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লিয়ন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল