গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলী এলাকায় জনদুর্ভোগ সৃষ্টিকারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। ‘গাজীপুর সচেতন এলাকাবাসী ও ছাত্রসমাজ’-এর ব্যানারে গতকাল জুমার নামাজের পর শিমুলতলী এলাকার সাধারণ মানুষ ও মুসল্লিরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। একপর্যায়ে তারা মেলার সামনের ঢাকা-শিমুলতলী সড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখেন।